প্রতিনিধি, জয়পুরহাট
জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে তাঁরা মারা যান। এ পর্যন্ত এ জেলায় মারা গেছেন মোট ৪১ জন।
আজ রোববার জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৪৩ নমুনা পরীক্ষা করে ২৩৪টির রিপোর্ট আসে। ফলাফলে করোনা শনাক্ত হন ৩৭ জন। আক্রান্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২৮। জেলায় এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬১ জন।