হোম > সারা দেশ > রাজশাহী

বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিক্ষোভ করেন তাঁরা।

এরপর ১০ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাগমারার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তাঁরা গত রোববার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, গত ২৫ আগস্ট বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে বাগমারার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সে সময় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। তাতে কয়েকজন আহত হন। তাঁরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিম হোসেন, হাফিজুর রহমান, রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. আদিব, ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আমিন বারি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আনোয়ার, রাজশাহী সিটি কলেজের আবু শাকিল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুইট প্রমুখ বক্তব্য দেন।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার