হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের জয়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনূর রহমান শাহিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষ হয়। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান। 

জানা যায়, এই নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার তরুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি পেয়েছেন ৮১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শাহনূর রহমান শাহিন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কেবল যুগ্ম-সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল জয়ী হয়েছেন। 

আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির তালিকাভুক্ত ১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোট দেন। পরে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আইযুব আলী, অর্থ সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত রেদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশীদ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম এবং গোলাম মওদুদ শাহরিয়ার। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত