পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদে কর্মরত এক গ্রামপুলিশকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গ্রামপুলিশ সদস্য বেলাল হোসেন সরদার (২৫) গ্রাম পুলিশ ছাইকোলা ইউনিয়নের খারাপাড়া গ্রামের আবু জাফর সরদারের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামপুলিশ বেলাল হোসেন গত বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী নারীর বাড়িতে যান। এ সময় ভুক্তভোগী নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বেলাল হোসেন। পরে ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে বেলালকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্ত গ্রামপুলিশকে জেলহাজতে পাঠানো হয়েছে।