হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে অপহৃত তরুণীকে উদ্ধার, গ্রেপ্তার ৩

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অপহরণের ঘটনা ঘটে। ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নাটোর জেলার সিংড়া থানার তালহারা গ্রামের মোজাহার আলীর ছেলে নুর মোহাম্মদ সাগর (২৬), ধুনট উপজেলার নিমগাছি সরকার পাড়ার আলেম সরকারের ছেলে বাটুল সরকার (৪৫) ও হাসখালী গ্রামের আজাহার আলীর ছেলে মেহের আলী (৪৮)। 

আজ শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ব্যক্তিদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাটুল সরকার একজন পেশাদার ঘটক। তিনি বিথী খাতুনের পরিবারের কাছে নুর মোহাম্মদ সাগরের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। গত ১৬ জুন বাটুল সরকার, নুর মোহাম্মদ সাগর, মেহের আলী ও ফুয়ারা খাতুন পাত্রী বিথী খাতুনকে তাঁদের বাড়িতে দেখতে যান। গত ২০ জুন সকাল ৮টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের তিনমাথা এলাকায় বিথি খাতুনকে একা পেয়ে তারা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বড় ভাই রাকিবুল হাসান বিটুল বাদী হয়ে নারী নির্যাতন ও দমন আইনে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা বলেন, ‘অপহৃত তরুণীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪