হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচালককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলায় হাসান সরকার (৫০) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রশিদ সরকার। নিহত হাসান সদরের পালসা সরকারপাড়া এলাকার শামছু সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পালসা সরকারপাড়া এলাকায় একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে একই এলাকার রুপম সরকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সম্প্রতি এলাকায় সালিস বসানো হয়েছিল। সালিসে অভিযুক্ত রুপমের সঙ্গে হাসানের বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে হাসানের পথরোধ করে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন রুপম। এ সময় রুপমের সহযোগীরাও হাসানকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে রুপম ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুর রশিদ সরকার জানান, হাসানের ওপর হামলার ঘটনায় শুক্রবার থানায় একটি অভিযোগ করেন তাঁর ছেলে জাকির সরকার। অভিযোগটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় নিহত হাসান সরকারকে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী