হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচালককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলায় হাসান সরকার (৫০) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রশিদ সরকার। নিহত হাসান সদরের পালসা সরকারপাড়া এলাকার শামছু সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পালসা সরকারপাড়া এলাকায় একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে একই এলাকার রুপম সরকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সম্প্রতি এলাকায় সালিস বসানো হয়েছিল। সালিসে অভিযুক্ত রুপমের সঙ্গে হাসানের বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে হাসানের পথরোধ করে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন রুপম। এ সময় রুপমের সহযোগীরাও হাসানকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে রুপম ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুর রশিদ সরকার জানান, হাসানের ওপর হামলার ঘটনায় শুক্রবার থানায় একটি অভিযোগ করেন তাঁর ছেলে জাকির সরকার। অভিযোগটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় নিহত হাসান সরকারকে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার