হোম > সারা দেশ > বগুড়া

ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবর, থানায় অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর দেবর বিল্টু সরকার কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় পায়ে হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। 

পারভীন আক্তারের পরিবারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়। 

এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিল্টু সরকার কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে বিল্টু সরকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত বিল্টু সরকার বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। 

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী