বগুড়ায় সড়কে ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়া সদর থানার এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পিকআপচালক রতন হোসেন জানান, আক্কেলপুর থেকে খালি পিকআপ নিয়ে শিবগঞ্জের মোকামতলা কলার হাটে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে এরুলিয়া আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে সড়কে কাঠের বেঞ্চ দিয়ে ব্যারিকেড দেখতে পান। ধারণা করেন পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এ সময় তিনি পিকআপ থামালে সড়কের পাশ থেকে ১০-১২ জন যুবক এসে তাঁকে নামিয়ে ভাঙচুর করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এসআই রহিম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পোড়া পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।