হোম > সারা দেশ > পাবনা

বিদ্যুতায়িত মেয়েকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়েরও

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)। তাঁরা ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী-মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঘরের সামনে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে ওঠার সময় লোহার দরজায় লেগে বিদ্যুতায়িত হয় সে। বিদ্যুতের তার ছিঁড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তাঁদের একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। 

নিহত আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম।’ 

এ বিষয়ে আতাইকুলা ওসি হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন তিনি।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা