হোম > সারা দেশ > নওগাঁ

নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন কলেজছাত্র

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন এক কলেজশিক্ষার্থী (২৫)। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতাল, পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

আজ সোমবার নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কলেজশিক্ষার্থীর খালাতো ভাই বলেন, দুপুরের দিকে টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা গিয়ে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর বেলা আড়াইটার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

খালাতো ভাই আরও বলেন, দুই মাস থেকে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এ ছাড়া ১০-১৫ দিন ধরে কারও সঙ্গে কথা বলছিলেন না। এমনকি বাড়ি থেকে বেরও হন না। কেন এমনটা করল বা অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখন বলা যাচ্ছে না।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমা সুলতানা মনিকা বলেন, ‘ওই কলেজছাত্রের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তাঁর। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার