হোম > সারা দেশ > নওগাঁ

নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন কলেজছাত্র

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন এক কলেজশিক্ষার্থী (২৫)। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতাল, পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

আজ সোমবার নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কলেজশিক্ষার্থীর খালাতো ভাই বলেন, দুপুরের দিকে টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা গিয়ে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর বেলা আড়াইটার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

খালাতো ভাই আরও বলেন, দুই মাস থেকে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এ ছাড়া ১০-১৫ দিন ধরে কারও সঙ্গে কথা বলছিলেন না। এমনকি বাড়ি থেকে বেরও হন না। কেন এমনটা করল বা অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখন বলা যাচ্ছে না।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমা সুলতানা মনিকা বলেন, ‘ওই কলেজছাত্রের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তাঁর। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী