হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের পরদিন জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। গতকাল রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। আজ সোমবার বিকেল ৬টার দিকে বাড়ির পাশের এক জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল মজিদ পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা। ঠিকমতো চোখে দেখতে পান না তিনি। পুলিশের ধারণা, ওই লোকটি চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় রাতে বাড়ি ফিরতে গিয়ে জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজের চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বৃদ্ধ আব্দুল মজিদ। সারাদিন খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোনো এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই। এ ঘটনায় মৃতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা