বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় রিপন মিয়া (৩০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুকমাঝিড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।
নিহতের পরিবার জানায়, রিপন পড়াশোনার পাশাপাশি শহরের বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরে ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।