হোম > সারা দেশ > পাবনা

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে হোটেলে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১

পাবনা প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত ট্রাক। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনার নুরপুর বাইপাস এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে পাবনার নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৩০) পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন— পাবনা পৌর সদরের নারায়নপুর মহল্লার টিটু হোসেন (৪০) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৪৫)। তাঁদের পাবনা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার গাছপাড়া থেকে বাস টার্মিনালের দিকে থেকে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে নুরপুর কমিউনিটি হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালের দিকে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল নামের একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খাবার হোটেল মালিক সাদ্দাম খান বলেন, ‘আমি তখন হোটেলের রান্না শেষ করে দোকানের পেছনে টিউবওয়েলে থালা বাসন পরিষ্কার করছিলাম। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী আমার দোকানে চা পান করছিল। আরেকজন বসা ছিল। আর আমার ম্যানেজার টিটু দোকানে বসেছিলেন। হঠাৎ বিকট শব্দ আর ম্যানেজারের চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি একজন ট্রাকের নিচে পড়ে আছে। অন্য দুজন গুরুতর আহত হয়েছেন।’

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ট্রাকচালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।’

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে