হোম > সারা দেশ > পাবনা

২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর পাবনার আটঘরিয়ায় সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রোববার দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন তাঁদের প্রার্থিতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলা সদর, দেবোত্তরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। 

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন ও মো. শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড