হোম > সারা দেশ > পাবনা

২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর পাবনার আটঘরিয়ায় সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রোববার দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন তাঁদের প্রার্থিতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলা সদর, দেবোত্তরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। 

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন ও মো. শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী