বগুড়া জেলার শেরপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজে আগুনে লেগে ৪জন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহিপুর কলোনী এলাকায় রান্নার কাজ করার সময় এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলের দমকল কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদগ্ধদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অগ্নিদগ্ধরা হলেন জোসনা বেগম(৩০), হেলেনা বেগম(৪৮), আমেনা বেগম(৪২) এবং নুরুজ্জামান নয়ন(৩২)।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রতন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারটি সেটিংকরা সময় ত্রুটি ছিলো। লিকেজ থেকে এই দূর্ঘটনা ঘটেছে।