হোম > সারা দেশ > রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার। ফাইল ছবি

জামিনে মুক্তির পর আটক সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট মোহনপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহারে নাম না থাকলেও ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর আবুল কালাম আজাদকে রাজধানী থেকে আটক করে র‍্যাব। এরপর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা দুটিতে তিনি হাইকোর্টে জামিন পান।

এরপর গতকাল বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটকের পর আবুল কালাম আজাদকে মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে তাঁর রিমান্ড চাইবেন।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা