হোম > সারা দেশ > রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার। ফাইল ছবি

জামিনে মুক্তির পর আটক সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট মোহনপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহারে নাম না থাকলেও ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর আবুল কালাম আজাদকে রাজধানী থেকে আটক করে র‍্যাব। এরপর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা দুটিতে তিনি হাইকোর্টে জামিন পান।

এরপর গতকাল বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটকের পর আবুল কালাম আজাদকে মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে তাঁর রিমান্ড চাইবেন।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা