হোম > সারা দেশ > রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জামিনের পর থানা পোড়ানোর মামলায় সাবেক এমপি কালাম গ্রেপ্তার। ফাইল ছবি

জামিনে মুক্তির পর আটক সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট মোহনপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহারে নাম না থাকলেও ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর আবুল কালাম আজাদকে রাজধানী থেকে আটক করে র‍্যাব। এরপর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা দুটিতে তিনি হাইকোর্টে জামিন পান।

এরপর গতকাল বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটকের পর আবুল কালাম আজাদকে মোহনপুর থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে তাঁর রিমান্ড চাইবেন।

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা