হোম > সারা দেশ > রাজশাহী

ইউএনওর ফোন ক্লোন করে টাকা হাতানো প্রতারক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রাকিবুল ইসলাম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে তাঁর বাড়ি।

রাজশাহী জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর লিগ্যাল উইংয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গত ১৭ জুলাই রাকিবুল ইসলাম দুর্গাপুরের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করেন। তাঁকে সরকারি কাজ দেওয়ার কথা বলে ‘নগদ’-এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেন। ঘটনাটি দুর্গাপুরের ইউএনও জানতে পেরে থানায় অবহিত করেন। পুলিশ তদন্ত করে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, রাকিবুল এলাকায় একজন হ্যাকার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ