হোম > সারা দেশ > রাজশাহী

দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র হলো রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গাজীপুর সাফারি পার্ক থেকে এনে প্রজননকেন্দ্রে আজ দুটি ঘড়িয়াল অবমুক্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র চালু করা হয়েছে। সামাজিক বন বিভাগের রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে এই প্রজননকেন্দ্র করা হয়েছে। আজ মঙ্গলবার সেখানে গাজীপুর সাফারি পার্ক থেকে দুটি ঘড়িয়াল এনে অবমুক্ত করা হয়েছে। এর একটি পুরুষ, অন্যটি স্ত্রী।

সকালে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ঘড়িয়াল দুটি অবমুক্ত করেন। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদীদূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যসংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র করা হলো। এখানে ঘড়িয়ালের প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া হবে।’

গাজীপুর সাফারি পার্ক থেকে এনে প্রজননকেন্দ্রে আজ দুটি ঘড়িয়াল অবমুক্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ সময় উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, সামাজিক বন বিভাগ ও বন্য প্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম সালেহ রেজা, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ বি এম সরোয়ার আলম এবং সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ, রাজশাহীর চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর