রাজশাহীতে কান্তকবি পদক পেয়েছেন বাউলশিল্পী শফি মণ্ডল। কান্তকবি রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে আজ শনিবার রাজশাহীতে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শফি মণ্ডলকে এই পদক দেওয়া হয়। কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালনশাহ পার্কের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বাউলশিল্পী শফি মণ্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বাউলশিল্পী শফি মণ্ডল দেশ ও দেশের বাইরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাঁকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তাঁর চেয়ে অনেক ওপরের। তাঁকে সম্মাননা দেওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে শফি মণ্ডল বলেন, ‘মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তাতে আমি অনেক আনন্দিত।’
ভবা পাগলার গান গেয়ে শিল্পী শফি মণ্ডল আরও বলেন, ‘কে দেয় সম্মান, কে করে অপমান এমন ছলনা, কেন হে প্রভু।’
এর আগে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্তকবির মেলা, রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি। অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এফ এম এ জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, কান্তকবির মেলা, রাজশাহীর সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।