হোম > সারা দেশ > নাটোর

গ্রেপ্তারের দেড় ঘণ্টা পর জামিন পেলেন যুবলীগ নেতা

প্রতিনিধি, নাটোর

ঢাকার রমনা ও মতিঝিল থানার দায়ের অর্থঋণ আদালতে চারটি মামলায় নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তারের মাত্র দেড় ঘণ্টা পর জামিন দিয়েছে আদালত। তিনি নাটোর শহরের প্রভাবশালী ব্যবসায়ী ও আকিব পরিবহন নামে একটি বাসের মালিক। মামলাগুলো হল সিআর ৮৯১ / ১৯ রমনা থানা, সিআর ২৭০০ / ১৮,২৭০১ / ১৮ এবং ২৮৯৯ / ১৮ মতিঝিল থানা। 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কানাইখালি চালপট্টি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন গ্রেপ্তার ও জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। 

আব্দুল মতিন জানান, ঢাকার অর্থঋণ আদালতের চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ব্যবসায়ী বাসিরুর রহমান চৌধুরী এহিয়া। বিকেলে সদর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এটি একটি ওয়ারেন্ট তামিল মাত্র। 

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে নাটোর আদালতে হাজির করা হয়। কিছুক্ষণ পর আদালতে যান নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থঋণ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এহিয়া চৌধুরী কয়েক মাস আত্মগোপনে ছিলেন। পরে হঠাৎ করেই তিনি নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন। কর্মসূচি শেষ করে আবারও তিনি আত্মগোপনে চলে যেতেন। গ্রেপ্তার এড়াতেই তিনি এ কৌশল অবলম্বন করতেন। 

নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে চারটি এন আই এক্ট এর মামলা ছিল। চারটি মামলায় জামিন যোগ্য ধারার অপরাধ। তাই ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ জামিন মঞ্জুর করেন। এ জামিন অস্থায়ী জামিন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন নিয়ে জামিনের নথিপত্র নাটোর কোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার