হোম > সারা দেশ > রাজশাহী

চিরনিদ্রায় তৌকির

‘আমি সেই হতভাগ্য পিতা, যে সন্তানের লাশ কাঁধে নিয়েছি’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের বৈমানিক ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তাঁর লাশ রাজশাহীতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

‘আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।’ এটুকু বলেই ডুকরে কেঁদে ওঠেন ব্যবসায়ী তহুরুল ইসলাম। তিনি ঢাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাবা। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ছেলের জানাজার আগে দেওয়া বক্তব্যে এটুকুই ঠিকঠাক বলতে পেরেছিলেন তহুরুল।

জানাজা শেষে রাজশাহী নগরীর সপুরা কবরস্থানে তৌকিরকে সমাহিত করা হয়। দাফনের আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় পুলিশ, সেনা ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তহুরুল ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করছেন। তাঁর একমাত্র ছেলে তৌকিরের বেড়ে ওঠা রাজশাহীতেই। ২০১৬ সালে এইচএসসি পাস করে বিমানবাহিনীতে যোগ দেন তিনি। বছরখানেক আগে বিয়ে করেন।

গতকাল বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে সেনানিবাসের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে ভাড়া বাসায় তৌকিরের মরদেহ নেওয়া হয়। বাড়ির সামনে কিছু সময় রাখার পর লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তৌকিরের মরদেহ নেওয়া হয় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনী পড়ে শোনানো হয়।

দুপুরে রাজশাহীর উপশহর আবাসিক এলাকায় তৌকিরের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির দরজায় দাঁড়িয়ে কাঁদছেন একজন বৃদ্ধ। তিনি তৌকিরের নানা আজিজুর রহমান। ৭৫ বছর বয়সী এই ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেন, ‘তার (তৌকির) মা (সালেহা খাতুন) অসুস্থ। এ কারণে ছুটি পেলেই সে রাজশাহী চলে আসত। রাতে মায়ের গলা জড়িয়ে ঘুমাত।’

ছোট বোন তাসমিয়া ইসলাম সৃষ্টি শেষবারের মতো ভাইয়ের মুখ দেখার সময় বলতে থাকেন, ‘তুই সকালে একবার কল দিলি না কেন ভাই? একটু কথা কেন বললি না আমার সাথে?’

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার