হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে শিমুলগাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক গাছির মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হাফিজুর রহমান (৬০) উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের কদিমহাসড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাফিজুর রহমান পেশায় একজন গাছি। তিনি এই মৌসুমে এলাকার বিভিন্ন শিমুলগাছ থেকে তুলা পেড়ে দেন। আজ শনিবার সকালে ঘোগা মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীরের গাছে তুলা পাড়তে ওঠেন। এই গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন টানা ছিল। শিমুলের একটি ডাল বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়লে তিনি সরানোর চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে সেখানেই আটকে থাকেন। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা হাফিজুরের মরদেহ উদ্ধার করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নাদির হোসেন বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালনের তারে জড়িয়ে হাফিজুর রহমান বিদ্যুতায়িত হন। মরদেহটি উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত