হোম > সারা দেশ > নাটোর

ইমোতে প্রতারণা করে টাকা আত্মসাৎ, নারীসহ গ্রেপ্তার ২ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ইমোতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের মোছা. রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া, স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশ স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা