হোম > সারা দেশ > নাটোর

ইমোতে প্রতারণা করে টাকা আত্মসাৎ, নারীসহ গ্রেপ্তার ২ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ইমোতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের মোছা. রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া, স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশ স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী