হোম > সারা দেশ > জয়পুরহাট

ক্রেতা সেজে ট্যাপেন্টা ব্যবসায়ীকে ধরল র‍্যাব

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

ফার্মেসিতে ওষুধের পাশাপাশি মাদক ট্যাপেন্টা বিক্রি করছিলেন সাইফুল ইসলাম (৫০)। ক্রেতা সেজে সেই ফার্মেসিতে ট্যাপেন্টা কিনতে গিয়েছিলেন র‍্যাবের এক সদস্য। ফার্মেসিতে গিয়ে দরদাম মিটিয়ে দোকানদার মাদক বের করতেই তাঁকে হাতেনাতে ধরে গ্রেপ্তার করেন র‍্যাবের সদস্য।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কালাই উপজেলার উদয়পুর কড়মকা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই ফার্মেসি থেকে ৩৮০টি ট্যাপেন্টা ট্যাবলেট জব্দ করে র‍্যাব। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, ফার্মেসি থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে, এমন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব মাদক উঠতি বয়সী তরুণদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন। 

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, ‘রাতেই র‍্যাব-৫ বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে। আসামিকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’ 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ