হোম > সারা দেশ > জয়পুরহাট

ক্রেতা সেজে ট্যাপেন্টা ব্যবসায়ীকে ধরল র‍্যাব

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

ফার্মেসিতে ওষুধের পাশাপাশি মাদক ট্যাপেন্টা বিক্রি করছিলেন সাইফুল ইসলাম (৫০)। ক্রেতা সেজে সেই ফার্মেসিতে ট্যাপেন্টা কিনতে গিয়েছিলেন র‍্যাবের এক সদস্য। ফার্মেসিতে গিয়ে দরদাম মিটিয়ে দোকানদার মাদক বের করতেই তাঁকে হাতেনাতে ধরে গ্রেপ্তার করেন র‍্যাবের সদস্য।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কালাই উপজেলার উদয়পুর কড়মকা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই ফার্মেসি থেকে ৩৮০টি ট্যাপেন্টা ট্যাবলেট জব্দ করে র‍্যাব। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, ফার্মেসি থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে, এমন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব মাদক উঠতি বয়সী তরুণদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন। 

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, ‘রাতেই র‍্যাব-৫ বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে। আসামিকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’ 

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী