হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে রওশন হত্যা: ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি মূল আসামিরা, উৎকণ্ঠায় পরিবার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

কৃষক রওশন আলী শেখ। ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে কৃষক রওশন আলী শেখ হত্যা মামলার ১৫ দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত মূল আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। প্রভাবশালী আসামিদের চাপ ও হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মামলার বাদীসহ স্বজনদের।

মামলা সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ১১ জুন রাতে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দিঘইর দেশপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা পুটুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত রওশন আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ১৪ জুন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের ভাতিজা আরিফুল ইসলাম বড়াইগ্রাম থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান আজাদ, তাঁর ছেলে সোহেল রানা পুটুসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। পরে রওশন আলীর মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তবে ১৫ দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এখন পর্যন্ত শুধু বজলুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্ত্রী রেজিয়া বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের কোনো প্রভাব নেই, টাকা-পয়সাও নেই। তাই এখনো আমার স্বামীর হত্যাকারীরা ধরা পড়েনি। উল্টো মামলা তুলে নিতে চেয়ারম্যানের লোকজন আমাদের হুমকি দিচ্ছে।’

ছেলে জিয়ারুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানপন্থী নয়ন আলী, সনি আলী, মিঠু আলী, কালু হোসেন, মকুল হোসেন, আলতাব হোসেন ও জিহাদ আলী আমাদের মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। না মানলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।’

মামলার বাদী আরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ ও গোয়েন্দা সংস্থা এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এতে আমরা হতাশ, আতঙ্কে আছি। পরিবারের লোকজন দিনরাত চরম উৎকণ্ঠায় কাটাচ্ছে।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আমরা আশাবাদী, শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা