হোম > সারা দেশ > নাটোর

নাটোরের ৮ পৌরসভায় লকডাউন শুরু, নতুন আক্রান্ত ১০২ জন

প্রতিনিধি

নাটোর: নাটোরে আরও ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ৩৭ শতাংশ। এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার সকাল থেকে জেলার ৮টি পৌর এলাকায় শুরু হয়েছে লকডাউন। 

পৌরসভাগুলো হলো নাটোর, সিংড়া, নলডাঙ্গা, বাগাতিপাড়া, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া ও গুরুদাসপুর। 

জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জনে। আজ করোনা আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। 

নাটোর উপজেলা অফিস সূত্রে জানা যায়, ওই সব পৌরসভার প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় বের হওয়া যানবাহনগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উপযুক্ত কারণ না দেখাতে পারলে যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছে। এর আগে গত ৯ থেকে ২২ জুন পর্যন্ত দুই দফায় নাটোর পৌরসভা ও সিংড়া পৌর এলাকা লকডাউনের আওতায় ছিল।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ–প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন। পৌর এলাকার প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ মোড় এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব না মানলে অর্থদণ্ডসহ কারাদণ্ড দেওয়া হবে।

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন