হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে বিশৃঙ্খলা এড়াতে সমাবেশের স্থান পরিবর্তন গণতন্ত্র মঞ্চের

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে বিশৃঙ্খলা এড়াতে স্থান পরিবর্তন করে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার বেলা ৩টায় উপজেলার মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময়ে শান্তি সমাবেশের ঘোষণা দেয় শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, কেন্দ্র ঘোষিত রোডমার্চের অংশ হিসেবে শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ আহ্বান করা হয়। গতকাল রোববার ঢাকা থেকে শুরু হওয়া দিনাজপুরমুখী রোডমার্চ আজ সোমবার বগুড়ায় পৌঁছার কথা রয়েছে।

মোকামতলা উচ্চবিদ্যালয়ের পরিবর্তে মোকামতলা বাজারের জয়পুর রাস্তার মোড় এলাকায় সমাবেশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘রোববার রাত পর্যন্ত আমরা মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের সিদ্ধান্তে অনড় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তাই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, আজকের (সোমবার) শান্তি সমাবেশ আমাদের পূর্বনির্ধারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোকামতলা হাইস্কুল মাঠে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছি। নির্ধারিত সময়েই আমরা আমাদের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি বাস্তবায়ন করব।’ 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দুই পক্ষকে ভিন্ন স্থানে সমাবেশ করার অনুরোধ জানানো হয়েছে। উভয় পক্ষই এ বিষয়ে একমত হয়েছে। সমাবেশ ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর আছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী