হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে বিশৃঙ্খলা এড়াতে সমাবেশের স্থান পরিবর্তন গণতন্ত্র মঞ্চের

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে বিশৃঙ্খলা এড়াতে স্থান পরিবর্তন করে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার বেলা ৩টায় উপজেলার মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময়ে শান্তি সমাবেশের ঘোষণা দেয় শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, কেন্দ্র ঘোষিত রোডমার্চের অংশ হিসেবে শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ আহ্বান করা হয়। গতকাল রোববার ঢাকা থেকে শুরু হওয়া দিনাজপুরমুখী রোডমার্চ আজ সোমবার বগুড়ায় পৌঁছার কথা রয়েছে।

মোকামতলা উচ্চবিদ্যালয়ের পরিবর্তে মোকামতলা বাজারের জয়পুর রাস্তার মোড় এলাকায় সমাবেশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘রোববার রাত পর্যন্ত আমরা মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের সিদ্ধান্তে অনড় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তাই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, আজকের (সোমবার) শান্তি সমাবেশ আমাদের পূর্বনির্ধারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোকামতলা হাইস্কুল মাঠে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছি। নির্ধারিত সময়েই আমরা আমাদের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি বাস্তবায়ন করব।’ 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দুই পক্ষকে ভিন্ন স্থানে সমাবেশ করার অনুরোধ জানানো হয়েছে। উভয় পক্ষই এ বিষয়ে একমত হয়েছে। সমাবেশ ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর আছে।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার