নাটোরের লালপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমিতির কার্যালয় চত্বরে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করার জন্য সমিতির কার্যালয় চত্বরে আহ্বায়ক হাজি আকবর হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১ সদস্যের নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।
তাঁরা হলেন সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়া, সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম হায়দার, সদস্য কামরুজ্জামান লাভলু ও আনিসুজ্জামান বাবু, উপদেষ্টা সদস্য হাজি আকবর হোসেন, হাজি ফজলুল হক, আবুল ফজল, আকবর আলী ও মোজাম্মেল হক।