হোম > সারা দেশ > জয়পুরহাট

‘অতীতে অনেক ভুল-ত্রুটি হয়েছে, এবার নিরপেক্ষ নির্বাচন করতে চাই’

জয়পুরহাট প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’

জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। 

হুইপ স্বপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। কারণ এটি জাতি, সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে। অতীতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচন পরিচালনায় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’

দেশ উন্নয়নের পথেই রয়েছে দাবি করে হুইপ বলেন, ‘একটি মহল এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। এই দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’ 

এর আগে কয়েকজন দর্শনার্থী শিক্ষার্থী ডিজিটাল মেলায় বেড়াতে এসে তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর