হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী রেলওয়ে স্টেশনে আজ বুধবার অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

চার সদস্যের এ দলের নেতৃত্বে ছিলেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের দেওয়া নির্দেশনা মোতাবেক আজ বুধবার রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী এক চিঠিতে এই এনফোর্সমেন্ট টিম গঠন করেন। পরে এ দিনই কর্মকর্তারা অভিযানে যান। তাঁরা স্টেশন ব্যবস্থাপকের কক্ষে টিকিট বিক্রি, যাত্রীসেবায় হয়রানি ও কুলির ভাড়ায় অনিয়মের ব্যাপারে সতর্ক করেন। আসন্ন ঈদে যাত্রীসেবার মান যেন ঠিক থাকে, সে বিষয়েও সতর্ক করা হয়। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করেন দুদকের কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, ‘সামনে ঈদ, ঈদের সময়ে ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনো রকম অনিয়ম-দুর্নীতি যেন না ঘটে, সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা। আমাদের একটা বার্তাও দিয়েছেন, যেন ভবিষ্যতে কোনো কিছু না ঘটে। আমরা আগে থেকেই এ ব্যাপারে সতর্ক। আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না, সবই অনলাইনে।’ তিনি বলেন, ‘আমরা দুদক কর্মকর্তাদের বলেছি যে শতভাগ টিকিট যেহেতু অনলাইনে, তাই কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারও তৎপর থাকব। যাত্রীসেবার মানও ঠিক থাকবে বলে আমরা মনে করি।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল