হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি

বাগমারা (রাজশাহী): রাজশাহী বাগমারা উপজেলায় হোসেন আলী (৩৯) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নিজ বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে তাঁর বাড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন হোসেন আলী। স্বামীকে বিছানায় রেখে সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করেন স্ত্রী। ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে স্বামীকে ঘুম থেকে ডাকেননি তাঁর স্ত্রী। বেলা ১১টার দিকে সকালের খাবার রান্নার পর স্বামীকে ডাকলে তাঁর সাড়াশব্দ পাননি তাঁর স্ত্রী। সন্দেহ হলে পাশের বাড়ির স্বজনদের ডেকে আনেন তিনি। এ সময় তাঁরা ঘরে এসে হোসেন আলীকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে হোসেন আলীর লাশের সুরাতহাল প্রতিবেদন সংগ্রহ করে। রহস্যজনক মৃত্যু হওয়ায় ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের গলায় ও মুখে দাগ রয়েছে বলে জানান তারা।

এদিকে স্বজনেরা অভিযোগ করেন, হোসেন আলীকে মেরে ফেলা হতে পারে। এর সঙ্গে তাঁর স্ত্রী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম জানান, মৃত্যুটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর ঘটনায় হোসেন আলীর স্ত্রী চাম্পা বিবিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন