হোম > সারা দেশ > রাজবাড়ী

‘বাজি ধরে’ পুকুর সাঁতরাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে পুকুরে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত সৌরভ (১৭) পৌর শহরের সত্যজিদপুর গ্রামের আফজালের ছেলে। সে পাংশা সরকারি জর্জ উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

আজ পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের শিশু পার্কে বসেছিল তারা। এ সময় সাঁতরিয়ে পুকুর পার হবে বলে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সৌরভ। পরে সাতড়িয়ে পুকুর পার হওয়ার সময় মাঝ পুকুরে ডুবে যায় সৌরভ। 

এই বিষয়ে সৌরভের বন্ধু আসিফ বলে, ‘আমরা পরীক্ষা শেষে তিন বন্ধু উপজেলার পার্কে এসে ছিলাম। পরে আমার এক বন্ধু বলে সাঁতার দিয়ে এই পুকুর পার হতে পারবে কে? তখন সৌরভ বলে, আমি পারব। ওপর এক বন্ধু সৌরভকে বলে, তুই তো সাঁতার জানিস না। তোর নামার দরকার নেই। এ সময় সৌরভ বলে, ‘আমি সাঁতার জানি।’ পরে অন্য বন্ধুরা বলে, ঠিক আছে তুই সাঁতার দিয়ে ওপরে যেতে পারলে আমরা তোকে এক হাজার টাকা দেব।’ 

পরে সৌরভ বাজি ধরে পুকুরে নেমে মাঝ পুকুরে গেলে ডুবে নিখোঁজ হয়। পরে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা উদ্ধার অভিযানের পর সৌরভের মৃতদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের একটা টিম পুকুরে নেমে নিখোঁজ কিশোরকে উদ্ধার অভিযান শুরু করে। এর মধ্যে ফরিদপুর ডুবুরি টিমকে খবর দেই। ডুবুরি টিম আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় ৩০–৪০ মিনিটের মধ্যে নিখোঁজ সৌরভকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে বাজি ধরার বিষয়টি নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।’

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা