হোম > সারা দেশ > রাজবাড়ী

ভোগান্তি নেই দৌলতদিয়া ফেরিঘাটে

রাজবাড়ী প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল কম। 

আজ মঙ্গলবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজট না থাকায় নেই ভোগান্তিও। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ফেরি পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। ফেরিগুলো দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়। 

কুষ্টিয়া থেকে আসা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক বছর ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব‍্যবহার করে আসা-যাওয়া করি। আগে দেখেছি ফেরিঘাটে এসে যানজটের করণে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বছর তেমন কিছু হয়নি। ঘাটে এসেই ফেরিতে উঠে চলে যেতে পারছি।’ 

লালন পরিবহনের যাত্রী ফিরোজ মাহামুদ বলেন, আগে ঈদে ফেরিতে ওঠার জন‍্য ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। ফেরি গাড়ির জন‍্য বসে থাকছে। 

আরেক যাত্রী তামান্না আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছি। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে কোনো ভোগান্তি নেই। আমরা খুবই খুশি সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি না থাকায়।’ 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরিঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।’

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের