হোম > সারা দেশ > পিরোজপুর

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা হতে না পারায় শাশুড়ির নির্যাতনে আত্মহত্যার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সন্তানের মা হতে না পারায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

গতকাল রোববার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূর নাম রাজিয়া আক্তার (২২)। তিনি উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর রাজিয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁর পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। অস্ত্রোপচারের কারণে ভ্রূণ নষ্ট হয়ে যায়। এরপর চেষ্টা করেও তিনি আর মা হতে পারেননি। এ কারণে তাঁর শাশুড়ি সব সময় মানসিকভাবে নির্যাতন করত। এ নিয়ে মেয়ের সংসারে প্রায় কলহ লেগে থাকত।

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন রোববার দুপুরে একবার মোবাইল ফোনে মেয়ের সঙ্গে কথা হয়েছিল। পরে বিকেলে জানতে পারি শ্বশুরবাড়ির বারান্দায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। শাশুড়ির নির্যাতনে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল