হোম > সারা দেশ > পিরোজপুর

সদরঘাটে নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৩ জন, বাড়ি পিরোজপুরে

পিরোজপুর প্রতিনিধি

ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের মধ্যে তিনজনই পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের সদস্য। আজ শুক্রবার সকালে তাঁদের লাশ উপজেলার দাউদখালী ইউনিয়নের বাড়িতে এসে পৌঁছায়। পরে জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয়।

একই পরিবারের নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খয়ের ঘটিচোরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন (২৬), তাঁর স্ত্রী মুক্তা খাতুন ও তাঁদের চার বছরের মেয়ে মাইশা আক্তার।

নিহত বেলালের চাচাতো ভাই কামরুল মুন্সি বলেন, স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বেলাল ঢাকার গাজীপুরে বসবাস করতেন। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটাতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি আসার জন্য ঈদের দিন সদরঘাটে এসেছিলেন। ঘাটে এমভি তাসরিফ-৪ ও পূবালী-১ লঞ্চ বাঁধা ছিল। এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে আহত হয়ে পাঁচজন মারা যান। তাঁদের মধ্যে বেলাল ও তাঁর স্ত্রী-সন্তান রয়েছেন। নিহত মুক্তা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

কামরুল মুন্সি আরও বলেন, আজ শুক্রবার লাশ ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দ্রেবত্র গ্রামে আনা হয়। মেয়ে মাইসাসহ মুক্তার লাশ তাঁর বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয় এবং বেলালের লাশ তাঁর মামার বাড়ি দ্রেবত্র গ্রামে দাফন করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ি এনে দাফন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাসহ দাফনের কাজে সহযোগিতা করেছে।

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পিরোজপুরে অস্ত্রসহ ২ ডাকাত আটক