হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে সরকারি বইসহ ৫টি ভ্যানগাড়ি জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই অবৈধভাবে বিক্রির সময় স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সহযোগিতায় বইসহ পাঁচটি ভ্যানগাড়ি জব্দ করেছে প্রশাসন।

গতকাল সোমবার সন্ধ্যায় জোলাগাতি স্কুলের সামনে সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় বইসহ ভ্যানগাড়ি জব্দ করে উপজেলা প্রশাসন।  

জানা গেছে, উপজেলার জোলাগাতী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তুম আলী ও সহকারী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছ থেকে কুষ্টিয়া জেলার শিলাইদহের আমিন উদ্দিনের ছেলে মো. কামালের কাছে বইগুলি বিক্রি করেন। কামাল বর্তমানে পিরোজপুর জেলার যুব উন্নয়ন কার্যালয়ের পাশে বাসা ভাড়া করে  ভাঙ্গারির ব্যবসা করেন। 

কামাল হোসেন জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গত ৩ এপ্রিল তাঁর সঙ্গে যোগাযোগ করে বইগুলো বিক্রর প্রস্তাব দেন। সে অনুযায়ী সোমবার তিনি পাঁচটি ভাড়া করা ভ্যানগাড়ি নিয়ে স্কুলে উপস্থিত হন। বইগুলো মাপ শেষে ভ্যানে ভর্তি করেন। এ সময় উপজেলা প্রশাসনের কাছে ৭২০ কেজি বই ও অন্যান্য কাগজ ৮০ কেজি ক্রয় করেছেন বলে লিখিত স্বীকারোক্তি দেন কামাল হোসেন। 

ভ্যানচালক মো. শরিফুল ইসলাম জানান, কামাল পাঁচটি ভ্যান ভাড়া করে তাঁদের এখানে নিয়ে এসেছেন পুরোনো কাগজপত্র নেওয়ার কথা বলে। তাঁদের একটি ভ্যানে ৫০০ কেজি ধারণক্ষমতা রয়েছে। পাঁচটি ভ্যানে প্রায় ২ হাজার ৫০০ কেজি বই পিরোজপুরে নেওয়ার জন্য রওনা হন তাঁরা। এ সময় তাঁদের ভ্যানগুলো পুলিশ থানায় নিয়ে যায়। বইগুলো অবৈধ কি না, তা জানেন না বলে জানান এই ভ্যানচালক।   

প্রধান শিক্ষক রুস্তম আলী জানান, পুরোনো কাগজপত্র এবং বই রাখার জায়গার সংকট থাকায় বইগুলো বিক্রি করা হয়েছে। তবে বই বিক্রির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলেও স্বীকার করেন তিনি। 

স্কুল কমিটির সভাপতি শহিদুল ইসলামের জানান, বই বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ চুরি করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি বলেন, সাংবাদিক ও নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। পাঁচটি ভ্যানভর্তি বই পুলিশ, স্থানীয় জনগণ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে স্কুলের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়। 

কাউখালী থানার পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মো. মামুন হোসেন জানান, ভ্যানগাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং বইগুলো স্কুলের একটি কক্ষে জব্দ করে রাখা হয়েছে। 

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মাধ্যমিক শিক্ষা অফিসার ও পুলিশের সহযোগিতায় বই ও ভ্যানগাড়িগুলো জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১