হোম > সারা দেশ > পিরোজপুর

অফিস করছেন না নেছারাবাদ পল্লী বিদ্যুতের ডিজিএম

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের কৌড়িখাড়া জোনাল অফিসের ডিজিএম ওহিদুজ্জামান গত ৫ আগস্ট থেকে অফিসে আসছেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। তবে, জোনাল অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন বলেছেন, হয়তো অসুস্থতার কারণে তিনি অফিসে আসেন না। তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারেন তাও তিনি বলতে পারছেন না। 

নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মো. হুমাউন কবির বলেন, আমাদের ডিজিএম সাহেব অফিসের সবার সঙ্গে তুই তোকারি ব্যবহারসহ কারণে-অকারনে চড়াও হতেন। কথায় কথায় চাকরি খাওয়ার হুমকি দিতেন। তিনি কেবল আমাদের সঙ্গেই নয়, পাবলিকের সঙ্গেও দুর্ব্যবহার করতেন। গত ৫ আগস্টের পর তার মৌখিক ব্যবহারে লাঞ্ছিত হওয়া কিছু লোক অফিসে এসেছিলেন। তার পর থেকে তিনি আর অফিসে আসেননি। তিনি মূলত সাবেক সংসদ সদস্য মো. শাহ আলমের নাম ব্যবহার করে ক্ষমতা দেখাতেন। যে কারণে সবাই অসহায় ছিলেন। 

নেছারাবাদ পল্লী বিদ্যুতের কৌড়িখাড়া জোনাল অফিসের এজিএম মো. রাসেল জানান, অফিসের ডিজিএম ওহিদুজ্জামান খুবই রাগম্বিত লোক। তিনি মূলত অফিসের তার অধস্থন কারও সঙ্গে ভালো ব্যবহার করতেন না। পাবলিকের সঙ্গেও তার রিলেশন ভালো নয়। গত ৫ আগস্ট থেকে তিনি অফিসে আসেন না। শুনছি তিনি নাকি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। কবে অফিসে আসবেন তা জানা নেই। 

অফিস সূত্রে জানা গেছে, আনুমানিক তিন বছর পূর্বে নেছারাবাদ কৌড়িখাড়া জোনাল অফিসে ডিজিএম হিসিবে যোগদান করেন ওহিদুজ্জামান। কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম, ক্ষমতাসীনদের সঙ্গে সখ্যতা, অফিস স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করে খেয়াল খুশি মত অফিস করতেন তিনি। যে কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে গেছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জামান বলেন, তিনি যে অফিসে আসেন না তা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১