হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে শিক্ষকদের কর্মবিরতি: মাধ্যমিকের অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে শিক্ষকদের কর্মবিরতির কারণে মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। তা ছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষাও হয়নি। বিভিন্ন দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি আজ রোববার থেকে তিন দিনের কর্মবিরতি পালন করছে।

জানা গেছে, কর্মবিরতির প্রথম দিন আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক কিরণ রায়সহ বিভিন্ন শিক্ষক নেতা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাবি দাওয়ার সমর্থনে গণসংযোগ করেন। এ কারণে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৬টিতে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা হয়নি।

শিক্ষক নেতা গৌতম দাস বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সব উপজেলা শিক্ষক সমিতি কর্মবিরতি পালন করছে। সে কারণে আমরাও এই কর্মসূচি পালন করছি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি মৌখিকভাবে শুনেছি। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি