হোম > সারা দেশ > পিরোজপুর

সাঈদী মানবতাবিরোধী ছিলেন না, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শামীম সাঈদী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

নেছারাবাদে মাহফিলে শামীম সাঈদী। ছবি: সংগৃহীত

মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে।’

গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুরের নেছারাবাদ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী এ কথা বলেন। উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান প্রতিটি জনপদে কোরআনের কথা বলেছেন। কোরআনের আলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। কোরআনের কথা বলেছেন বলেই তাঁর হাতে হাত রেখে হাজারের বেশি অমুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোটেও মানবতাবিরোধী ছিলেন না।’

মাওলানা সাঈদীর এই ছেলে বলেন, “আল্লামা সাঈদী মানবতার পক্ষে কাজ করেছেন। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোরআনের কথা বলে গেছেন। কিছু রাম-বাম নাস্তিককের তাঁর কথা ভালো লাগত না। তাই তাঁকে ১৩টি বছর জেলে বন্দী করে রেখেছে। আল্লামা সাঈদীর এখন প্রতিটি কথা সত্যে পরিণত হয়েছে। একসময় এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘বাংলার উত্তর গগনে ঘন কালো মেঘ জমেছে। যদি ঐক্যবদ্ধ সক্ষমভাবে মোকাবিলা করতে না পারো, তাহলে সুবহে সাদিক অসম্ভব।’ তাঁর কথা সত্য হয়েছে।”

নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ছিলেন মাওলানা আব্দুস সাত্তার আজাদী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা এ কে এম মোশাররফ হুসাইন। মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল