হোম > সারা দেশ > পিরোজপুর

রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিল থেকে গভীর রাতে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চালিতাবুনিয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের একটি মাহফিলে যান আমিরুল ইসলাম। মাহফিল থেকে রাত দেড়টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক জায়গায় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন। পাঁচ বছর আগে দেশে ফিরে গরুর খামার করেছেন তিনি। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ আজ বুধবার সকালে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালিতাবুনিয়া গ্রামের হায়দার আলী, তাঁর ছেলে তাহসিন আরবী ও মিরাজ মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

আগামীতে যেন ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, সে জন্যই গণভোট: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নেছারাবাদে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর টিটিসির দুই প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর