হোম > সারা দেশ > পিরোজপুর

৭ দিন ধরে নিখোঁজ স্কুল-কলেজের ৪ ছাত্রী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সপ্তাহ ধরে দুজন কলেজছাত্রী এবং নবম ও দশম শ্রেণির দুজন স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ চার ছাত্রীর অভিভাবকেরা মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

নিখোঁজ ছাত্রীদের অভিভাবকেরা জানান, তারা চারজনই বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। তাদের চারজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ও উচ্চ লাফসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করত। তারা জেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। 

নিখোঁজ কলেজছাত্রীর মা আজকের পত্রিকাকে জানান, তাঁর মেয়ে ও মেয়ের বান্ধবী খেলাধুলায় অংশ গ্রহণের জন্য প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে গিয়ে তিন-চার দিন থাকার পরে আবার বাড়িতে ফিরে আসত। কিন্তু গত ৩০ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

নিখোঁজ এক স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে জানান, নিখোঁজের কয়েক দিন আগে নিখোঁজ কলেজছাত্রীদের একজন তাদের বাড়িতে বেড়াতে গিয়ে সাত দিন থেকেছে। পরে ৩০ এপ্রিল সকালে তাঁর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে আর বাড়িতে ফেরেনি। 

এ বিষয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীদের নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বসহ দেখছি। তাদের উদ্ধারে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল