হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে যুবককে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে যুবক হারুন অর রশিদকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আব্দুল জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। তাঁদের মধ্যে রফিকুল ও জসিম পলাতক।

মামলার নথি অনুযায়ী, ২০০৬ সালে বরিশাল হিসাবরক্ষণ অফিসের এমএলএসএস পদে চাকরিরত হারুন অর রশিদ (৩৫) বাড়ি ফেরার পথে আসামিদের হামলার শিকার হন। নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামে একটি খালের পাশে তাঁকে আটক করে আসামিরা ৬ হাজার টাকা ছিনিয়ে নেন এবং নৃশংসভাবে হত্যা করেন। পরে মরদেহ খালের পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা।

এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করেন।

নিহতের স্ত্রী আম্বিয়া বেগম বলেন, ‘সম্পূর্ণ পরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পরে তাঁর থেকে টাকা ছিনিয়ে নেয়। তাঁকে মেরে খালে ফেলে দেয়। খালে পানি কম থাকায় আমরা ঘটনার পরদিন সকালে তাঁর নিথর দেহটি পাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড হলে সন্তুষ্ট হতাম।’

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর ওয়ালিদ হাসান বাবু বলেন, ‘এখন পর্যন্ত দুই আসামি পলাতক আছেন। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ