হোম > সারা দেশ > পিরোজপুর

মঠবাড়িয়ায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে লিপি আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার উলুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে জানতে চাইলে লিপির স্বামী বজলুর রহমান বিশ্বাস বলেন, ‘একই বাড়ির সোবহান বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলছে। আজ সকালে যে জমি নিয়ে বিরোধ সে জমিতে সোবহান বিশ্বাস, ছেলে ইব্রাহিম, আল-আমিন ও নাতি রবিউলকে নিয়ে চাষ করতে যায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সোবহান বিশ্বাসের ছেলে ইব্রাহিম ও তাঁর লোকজনের সহযোগিতায় আমাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় চিৎকার করে আমাকে ছাড়াতে গেলে তাঁরা স্ত্রী লিপি আক্তারকে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে লিপি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ 

এ নিয়ে জানতে অভিযুক্ত ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে পাওয়া যায়নি বলে মন্তব্য জানা যায়নি। 

এ নিয়ে জানতে চাইলে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক মো. তাজেল ইসলাম বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমকে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ