হোম > সারা দেশ > পিরোজপুর

ধান কাটা আর হলো না কৃষকের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে খেতের ধান কাটতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা কামরুলকে মৃত অবস্থায় উদ্ধার করি। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ভোরে তাঁর স্বামী কামরুল খেতের ধান কাটার উদ্দেশ্যে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাঁর ভাগনে আবুল বাশার গাজীর মাধ্যমে জানতে পারেন তিনি গাড়ির চাপায় মারা গেছেন।

নিহতের ভাগনে আবুল বাশার গাজী জানান, আজ সকালে কামরুল স্থানীয় বৈবুনিয়া মাঠে ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজসংলগ্ন এলাকায় পাটগাতীগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার