হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির ব্যাপারী। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮ নম্বর সমুদয় কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির ব্যাপারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শেহাংগল বাজার থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, হুমায়ুন কবির ব্যাপারী সমুদয় কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আজ বুধবার সকালে চেয়ারম্যানের স্ত্রী ফিরোজা বেগম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে পিরোজপুর ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

চেয়ারম্যানের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘মঙ্গলবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে বাজারে পরিষদের কিছু কাজ করছিলেন। এমন সময় কয়েকজন এসে তাঁর পরিচয় নিশ্চিত করে তাঁকে তুলে নিয়ে যায়। আমার স্বামীর কোনো অপরাধ নেই। তাঁকে পিরোজপুর ডিবি অফিসে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছে।’

এ বিষয়ে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ অমল মিস্ত্রী বলেন, ‘শুনেছি মঙ্গলবার শেহাংগল বাজার থেকে ডিবি পরিচয়ে চেয়ারম্যান সাহেবকে তুলে নেওয়া হয়েছে। তিনি এখন পিরোজপুরে আছেন।’ ইউপি সচিব সুবাস মিস্ত্রী বলেন, ‘মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে। তবে কোন কারণে তাঁকে নেওয়া হয়েছে, তা জানি না।’

আগামীতে যেন ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, সে জন্যই গণভোট: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নেছারাবাদে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর টিটিসির দুই প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর