হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

চিংড়ির রেণু জব্দ। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানিতে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাট এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির এসব রেণু পোনা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমীরণ হালদার জানান, ২১টি মোটরসাইকেলে ৮৮টি ড্রামে রেণুগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রেণু ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মো. সেলিম খানকে (৪৮) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়াও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তৌফিক আনোয়ার ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা করেন। তখন জব্দ করা রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়।

নদীতে চিংড়ির রেণু অবমুক্ত। ছবি: আজকের পত্রিকা

আটক রেণু ব্যবসায়ী মো. সেলিম খান জানান, ৮৮টি ড্রামে রেণুগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রেণুগুলো বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদণ্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ করে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার