হোম > সারা দেশ > পিরোজপুর

বিধবা ভাতা চাইতে চাইতে বয়স্ক হয়ে গেছি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

ফরিদা বেগমের বয়স ৬০ বছর ছুঁই ছুঁই। আজ থেকে ৩০ বছর আগে স্বামীকে হারান। কিন্তু এতো বছরেও পাননি বিধবা ভাতা। তাই স্বামী হারানোর শোকের চেয়ে অভাবের সংসারে বেঁচে থাকার চিন্তায় বেশি হতাশ তিনি। 

এলাকা সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের গ্রামে থাকেন ফরিদা বেগম। ফরিদা বেগমের স্বামী ওয়াজেদ আলী মৃত্যুর সময় সহায়-সম্পত্তি বলতে রেখে গেছেন ছোট্ট একটি ঝুপড়ি ঘর। স্বামী মারা যাওয়ার সময় রেখে যান ৪ সন্তান। চার সন্তানের মধ্যে বড় মেয়ে মাকসুদার বয়স ছিল তখন ১২ বছর। ছেলে ফরিদের বয়স ১০ বছর। জসিমের বয়স ৩ বছর এবং ছোট মেয়ে নাসরিনের বয়স ছিল মাত্র ৩ মাস।

ফরিদা বড় মেয়ে মাকসুদাকে কষ্ট করে বিয়ে দেন। কিন্তু তাঁর দিনমজুর জামাই এ বছর পরই স্ট্রোক করে মারা যায়। স্বামী হারা মাকসুদা এখন গার্মেন্টস কর্মী। দ্বিতীয় ছেলে ফরিদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে। অভাবের সংসারে বিধবা মা ফরিদা বেগমের প্রতি দায়িত্ব পালন করেন তিনি। তৃতীয় ছেলে জসিম এখন মঠবাড়িয়া পৌর শহরে একটি কাপড়ের দোকানে কাজ করেন। মাস শেষে যা পান তা দিয়ে স্ত্রী ও এক সন্তানের সংসারের জীবিকা নির্বাহ করেন। 

ছোট মেয়ে নাসরিন। টানাটানির সংসারে বেড়ে ওঠা নাসরিনকে বিয়ের পরেও জীবিকার তাগিদে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। তাঁর স্বামী পেশায় একজন জেলে। মাছ ধরে বাজারে বিক্রি করতে না পারলে পরের দিন ভাত জোটে না তাঁদের।

ফরিদা বেগম নিজের দুঃখ কষ্টের বিষয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, বিধবা ভাতা পাওয়ার জন্য অনেক বছর ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিধবা ভাতা চাইতে চাইতে বয়স্ক হয়ে গেছি কিন্তু ভাতা আর পাইনি। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমার ওয়ার্ডে ১০০ জন বিধবা নারী আছে। বছরে মাত্র ৩টি বিধবা ভাতা বরাদ্দ পাই। ৪ বছরে ১২ জনকে ভাতা দিয়েছি। সবাইকে কীভাবে দেব? 

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বলেন, ফরিদা বেগমের বিষয়টি আমার জানা ছিল না। পরবর্তী তালিকায় ফরিদা বেগমের নাম অন্তর্ভুক্ত করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরাই তালিকা করেন। তারপরেও বিধবা নারী ফরিদা বেগমের নাম অগ্রাধিকার ভিত্তিতে সুপারিশ করা হবে। 

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১