হোম > সারা দেশ > পিরোজপুর

মায়ের সঙ্গে বেরিয়ে বেইলি ব্রিজ থেকে পড়ে নিখোঁজ শিশু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে শিশুপার্কে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে সেতু থেকে পড়ে নিখোঁজ হয় চার বছরের শিশু সিন্থিয়া। নিখোঁজের ২২ ঘণ্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে শিশু সিন্থিয়াকে উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে মায়ের হাত থেকে ছিটকে গিয়ে বেইলি ব্রিজের গার্ডারের ভাঙা অংশ দিয়ে খরস্রোতা পোনা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। সে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র মেয়ে। 

নিখোঁজ সিন্থিয়ার মা হাফসা আজকের পত্রিকাকে জানান, বিকেলে শিশু পার্কে মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে বাড়িতে যাওয়ার উদ্দেশে অটোরিকশা খোঁজার সময় বেইলি ব্রিজের গার্ডারের ভাঙা অংশ দিয়ে পোনা নদীতে পড়ে যায় তাঁর মেয়ে। সন্ধ্যার পরে অনেক খোঁজাখুঁজির করেও মেয়েকে পাননি।

এ বিষয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুস সোবাহান আজকের পত্রিকাকে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও কোস্টগার্ডের ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকেই উদ্ধার কার্যক্রম চলছে।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১