হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল-মামুন (২২) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ ঘটনা ঘটে। 

 ঢাকাগামী ওয়েলকাম পরিবহন

নিহত আব্দুল্লাহ আল-মামুন নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন খান। 

জানা গেছে, দুপুর ১টার দিকে মামুন তাঁর নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিনাত তাসনীম জানান, তাঁর মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তাঁর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে নাজিরপুর থানার কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনো শনাক্ত হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার