হোম > সারা দেশ > পিরোজপুর

স্বরূপকাঠিতে পৌর বিএনপির কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন নেতারা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে আসন্ন স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মইনুল হাসান। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মো. মইনুল হাসান বলেন, ‘আমাদের বিএনপিতে একদল আওয়ামী দোসর অনুপ্রবেশ করেছে, যারা নানাভাবে ঝামেলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় স্বরূপকাঠি পৌর বিএনপির ওয়ার্ড কমিটিও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’

তিনি দাবি করেন, ‘আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাই। তাই অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. রাসেল কবির, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাসির হোসেন, সম্পাদক মো. রুহুল আমীন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সম্পাদক মো. কাওসার প্রমুখ।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার